সোমবার রাতে কংগ্রেস পশ্চিমবঙ্গে ১১টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ার পর রাজ্যে বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা শেষ হয়ে গেল বলেই মনে করছেন প্রদেশ কংগ্রেসের একাংশ। তবে তারপরেও আশাবাদী এক সময়ের পশ্চিমবঙ্গের শাসনকারী বামফ্রন্ট। কংগ্রেসের জন্য সমঝোতার রাস্তা খোলা রেখেই দ্বিতীয় দফায় গতকাল প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। গতবার কংগ্রেসের জেতা ৪টি আসন ফাঁকা রেখেই গতকাল বিকালে প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে কংগ্রেসকে ২৪ ঘণ্টা সময়ও দিয়েছেন তিনি। আজ বিকাল ৪টার মধ্যে কোনো সুরাহা বার না হলে, বাকি চারটি আসনেও প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফলে আজকেই বোঝা যাবে জোটের অবস্থা কোন দিকে গড়াবে। নাকি কংগ্রেস ও বাম একজোট হবেই না। যদিও অন্য একটি অংশের মত হলো, রাজ্যে রাজ্যে বিজেপিকে ঠেকাতে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট করতে কংগ্রেসের কী সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখতে চাইছেন রাহুল গান্ধী। বস্তুত, জোট ভাঙলেও কোনো পক্ষই তার ‘দায়’ নিজেদের কাঁধে নিতে চায় না বলে টানাপড়েন আছে। এর আগে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৫টিতে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। বাকি ১৭টি আসনে প্রার্থী ঘোষণা হওয়ার কথা ছিল সোমবার। শেষমেশ তা হয়নি। গতকাল বিকালে সাংবাদিক বৈঠক করে বিমান বসু গতবার কংগ্রেসের জেতা উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর এবং বহরমপুর এ চারটি আসন ছেড়ে বাকি ১৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। বিমানবাবু জানান, মুর্শিদাবাদ থেকে এবার তাঁদের প্রার্থী হচ্ছেন মহম্মদ বদরোজ্জা খান। কৃষ্ণনগর থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন শান্তনু ঝা। ব্যারাকপুর থেকে গার্গী চট্টোপাধ্যায়কে। বসিরহাটে শাসক দল তৃণমূলের প্রার্থী নূসরত জাহানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে পল্লব সেন গুপ্তকে। তৃণমূলের আর এক তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে যাদবপুরে দাঁড়াচ্ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে কংগ্রেসের তরফে গতকাল আসন সমঝোতার ইঙ্গিত মেলেনি। সমঝোতার কোনো সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে তা উড়িয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, ‘বামেদের প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। বীরভূমে কাকে দাঁড় করানো উচিত, দার্জিলিঙে কাকে দাঁড় করানো উচিত, সব ওঁরা ঠিক করে দেবেন? তা হতে পারে না। তবে সোমেনবাবুর কথার পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন বলেন, ‘আসন ভাগাভাগি করতে গিয়ে সম্মান-অসম্মান নিয়ে ভাবার সময় নয় এটা। এ মুহূর্তে দেশে সবচেয়ে বেশি অসম্মানিত সাধারণ মানুষ। বিজেপি এবং তৃণমূলকে হটিয়ে তাদের রেহাই দেওয়াই লক্ষ্য হওয়া উচিত। তাই কাউকে অনুরোধ করিনি আমরা। বরং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই চারটি আসন ফাঁকা রেখেছি।’
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেস জোট কি ভেস্তে গেল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর