ভারতের চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সন্ধান মিলেছে রবিবার। অরবিটারের পাঠানো ছবি দেখে মনে করা হচ্ছে বিক্রম অক্ষত রয়েছে। তবে এটি একটু কাত হয়ে পড়েছে। ল্যান্ডার বিক্রমের সঙ্গে গতকাল পর্যন্ত কোনোভাবেই সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়নি। ভারতের মহাকাশ সংস্থা-ইসরো বলছে, অরবিটারের পাঠানো ছবি থেকে জানা গেছে, চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম প্রায় ঠিকমতোই অবতরণ করেছিল। কিন্তু সামান্য এদিক-ওদিক হওয়ায় সফল সফ্ট ল্যান্ডিং হয়নি তার। আর হার্ড ল্যান্ডিংয়ের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ল্যান্ডার বিক্রম এখনো অক্ষত রয়েছে, ভেঙে যায়নি। তবে এটি একটু কাত হয়ে যাওয়া অবস্থায় রয়েছে। ইসরোর একটি সূত্র দাবি করেছে, চাঁদের পিঠে যেখানে নামার কথা ছিল বিক্রমের, সেখান থেকে মাত্র আধ কিলোমিটার দূরের শেষ অবস্থান চিহ্নিত করা গেছে বিক্রমের। বিক্রম কাত হয়ে পড়লেও তার ভিতরে ঠিকঠাক অবস্থানে রয়েছে রোভার প্রজ্ঞানও। কাজও করছে স্বাভাবিকভাবে। অরবিটারের পাঠানো ছবি তা-ই বলছে। কিন্তু কোনোভাবেই সরাসরি যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না ল্যান্ডার বিক্রমের সঙ্গে। অরবিটারের সঙ্গে যে ক্যামেরাটি পাঠানো হয়েছে, তাতে রয়েছে অত্যন্ত হাই রেজ্যুলিউশনের লেন্স। ফলে তার পাঠানো ছবিগুলো সারা বিশ্বের বিজ্ঞান মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কথা আগেই জানিয়েছিল ইসরো। তাই তার পাঠানো ছবি এবং তথ্যই এখন বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। শুক্রবার গভীর রাতে চাঁদের পিঠে নামার সময়ে যখন বিক্রমের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বিজ্ঞানীরা আদৌ নিশ্চিত ছিলেন না, ল্যান্ডার বিক্রম অক্ষত আছে কি-না। আশঙ্কা করা হয়েছিল, কক্ষপথ ছেড়ে ছিটকে বেরিয়েও যেতে পারে ল্যান্ডার।
শিরোনাম
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি