ভারতের চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সন্ধান মিলেছে রবিবার। অরবিটারের পাঠানো ছবি দেখে মনে করা হচ্ছে বিক্রম অক্ষত রয়েছে। তবে এটি একটু কাত হয়ে পড়েছে। ল্যান্ডার বিক্রমের সঙ্গে গতকাল পর্যন্ত কোনোভাবেই সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়নি। ভারতের মহাকাশ সংস্থা-ইসরো বলছে, অরবিটারের পাঠানো ছবি থেকে জানা গেছে, চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম প্রায় ঠিকমতোই অবতরণ করেছিল। কিন্তু সামান্য এদিক-ওদিক হওয়ায় সফল সফ্ট ল্যান্ডিং হয়নি তার। আর হার্ড ল্যান্ডিংয়ের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ল্যান্ডার বিক্রম এখনো অক্ষত রয়েছে, ভেঙে যায়নি। তবে এটি একটু কাত হয়ে যাওয়া অবস্থায় রয়েছে। ইসরোর একটি সূত্র দাবি করেছে, চাঁদের পিঠে যেখানে নামার কথা ছিল বিক্রমের, সেখান থেকে মাত্র আধ কিলোমিটার দূরের শেষ অবস্থান চিহ্নিত করা গেছে বিক্রমের। বিক্রম কাত হয়ে পড়লেও তার ভিতরে ঠিকঠাক অবস্থানে রয়েছে রোভার প্রজ্ঞানও। কাজও করছে স্বাভাবিকভাবে। অরবিটারের পাঠানো ছবি তা-ই বলছে। কিন্তু কোনোভাবেই সরাসরি যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না ল্যান্ডার বিক্রমের সঙ্গে। অরবিটারের সঙ্গে যে ক্যামেরাটি পাঠানো হয়েছে, তাতে রয়েছে অত্যন্ত হাই রেজ্যুলিউশনের লেন্স। ফলে তার পাঠানো ছবিগুলো সারা বিশ্বের বিজ্ঞান মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কথা আগেই জানিয়েছিল ইসরো। তাই তার পাঠানো ছবি এবং তথ্যই এখন বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। শুক্রবার গভীর রাতে চাঁদের পিঠে নামার সময়ে যখন বিক্রমের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বিজ্ঞানীরা আদৌ নিশ্চিত ছিলেন না, ল্যান্ডার বিক্রম অক্ষত আছে কি-না। আশঙ্কা করা হয়েছিল, কক্ষপথ ছেড়ে ছিটকে বেরিয়েও যেতে পারে ল্যান্ডার।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে