শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফিলিস্তিনের যে এলাকা ইসরায়েল নিজের অন্তর্ভুক্ত করতে চায়

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর জর্ডান উপত্যকার অধিকাংশ ইসরায়েলের সামরিক এবং প্রশাসনিক দখলে চলে যায়। তবে উর্বর কিন্তু অনুন্নত এ বিস্তৃত এলাকা, যা পশ্চিম তীরের এক চতুর্থাংশ- সেটিই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা। অন্যদিকে ইসরায়েল বলছে, নিরাপত্তার কারণে তারা এ উপত্যকা হাতছাড়া করতে রাজি নয়। গত আগস্টে পুনরায় চালু হওয়া শান্তি আলোচনার বিষয়বস্তু গোপনীয় রাখা হয়েছে। বলা হচ্ছে, এ উপত্যকার ভাগ্য কী দাঁড়ায় তা এ আলোচনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং যা নিয়ে ইসরায়েলি ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীরা একটি সমঝোতায় পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছেন।

ইসরায়েল এবং পশ্চিম তীরের মধ্যকার সব ক্রসিং পয়েন্ট নিয়ন্ত্রণ করে ইসরাইল, যা ফিলিস্তিনিদের পক্ষে তাদের পণ্য সরাসরি রফতানি করার ক্ষেত্রে সার্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠা পেতে দিচ্ছে না। অনেকেই তাদের উৎপাদিত পণ্য ইসরায়েলি কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। জর্ডান সিরিয়ার বিভিন্ন অংশকে নিজেদের দাবি করে সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকে ব্যাপকভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হয়, যদিও ইসরায়েল তা অস্বীকার করে আসছে।

সর্বশেষ খবর