বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সিরিয়ায় তুর্কি অভিযান

সীমান্তে একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ

সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্ত এলাকা থেকে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের সরিয়ে দিতে দেশটির ভিতর প্রবেশ শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। গতকাল ভোরের দিকে  সেনাবাহিনীর অগ্রবর্তী দলগুলো তাল আবায়েদ ও রাস আল-আইন শহরের দুটি পয়েন্ট দিয়ে সিরিয়ায় ঢুকে বলে তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বুমবার্গ। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা এর বাইরে বিস্তারিত কিছু বলেননি। রবিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন  সৈন্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই আঙ্কারা ওই এলাকায় অভিযানের কথা ঘোষণা করেছিল। সীমান্তে একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠা করে সিরীয় শরণার্থীদের  দেশে ফেরার পথ করে দিতে এ অভিযান হবে বলেও জানিয়েছিল তারা।

সর্বশেষ খবর