শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্রেক্সিট : ৪৭ বছরের সম্পর্কে যবনিকা টানছে যুক্তরাজ্য

ব্রেক্সিট : ৪৭ বছরের সম্পর্কে যবনিকা টানছে যুক্তরাজ্য

ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রক্রিয়ায় ১৯৭৩ সালে মহাদেশীয় জোটে যোগ দেওয়া যুক্তরাজ্য ৪৭ বছর পর সেই সম্পর্কে যবনিকা টানছে। গতকাল তারা আনুষ্ঠানিকভাবে জোটটি থেকে বেরিয়ে যাওয়ার কথা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার এ প্রক্রিয়া,  ব্রেক্সিট শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় সম্পন্ন হবে বলে বিবিসি জানিয়েছে। এর ঘণ্টাখানেক আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ‘নতুন যুগের ঊষালগ্নের’ আবাহন ঘোষণা করবেন। দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলবেন, ব্রেক্সিট কোনো ‘শেষ নয়, বরং নতুন কিছুর শুরু’। জোটের বাকি ২৭ দেশের সঙ্গে যৌথ সম্পর্কচ্ছেদকে ‘সত্যিকারের জাতীয় পুনর্জাগরণ ও পরিবর্তনের মুহূর্ত’ হিসেবেও তিনি অভিহিত করতে যাচ্ছেন। শুক্রবার ইইউ থেকে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যকার এতদিনের বেশিরভাগ চুক্তিই আরও বেশ কিছুদিন বহাল থাকবে। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাজ্যে ইইউর আগের আইনগুলোই বহাল থাকবে। এসব আইনের মধ্যে জোটের ভিতরকার সদস্য রাষ্ট্রের নাগরিকদের অবাধ চলাচলের বিষয়টিও রয়েছে। লেবার পার্টির নেতা জেরেমি করবিন ব্রেক্সিটের প্রাক্কালে দেওয়া এক বিবৃতিতে ইউরোপের জোট থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্য যেন ‘অন্তর্মুখী’ না হয়ে ‘সত্যিকারের আন্তর্জাতিকতাবাদী, বৈচিত্র্যময় এবং বহির্মুখী’ দেশে পরিণত হয় তা নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তেরেসা মের সঙ্গে ইইউর চুক্তি পার্লামেন্টে কয়েক দফা প্রত্যাখ্যাত হওয়ার পর ব্রেক্সিট কার্যকরের এ সময়সীমা বাড়ানো হয়। জনসন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে কয়েক মাসের মধ্যে নতুন নির্বাচন ডাকেন। ডিসেম্বরের ভোটে বিপুল জনসমর্থন লাভের পর তার সঙ্গে ইইউর চুক্তিটিও ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদিত হয়।

সর্বশেষ খবর