সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাগরিকত্ব আইন চালু হবেই : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ৩৭০ ধারা বিলোপ ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কেন্দ্রীয় সরকার তার সিদ্ধান্তেই অটল থাকবে। শত বিরোধিতা সত্ত্বেও দেশজুড়ে এই আইন চালু হবেই। গতকাল উত্তরপ্রদেশের বারানসীতে এক জনসভায় এই মন্তব্য করেন মোদি। গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারায় জম্মু-কাশ্মীরকে প্রদান করা বিশেষ আইনী অধিকার ও মর্যাদা খারিজ করা হয়। অন্যদিকে গত ডিসেম্বরে পাস হয় নতুন নাগরিকত্ব আইন। তবে এই আইনের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

সর্বশেষ খবর