সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

দুই সপ্তাহের মধ্যে রাশিয়ায় ভ্যাকসিনের ট্রায়াল

করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে রাশিয়ার বিজ্ঞানীরা। রুশ স্বাস্থ্যমন্ত্রী শনিবার দেশে তৈরি সম্ভাব্য ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে স্থানীয় গণমাধ্যমে এ কথা জানিয়েছেন। রয়টার্স।  ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার গবেষকরা প্রায় ৫০ ধরনের ভ্যাকসিনের ওপর কাজ করছেন। সরকারি সংবাদ সংস্থা তাসে স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, ‘পরীক্ষা অব্যাহত রয়েছে এবং আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পরিকল্পনা করছি।’ বিশ্বব্যাপী সাড়ে ৩ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটানো ভাইরাসের চিকিৎসা এবং ভ্যাকসিন তৈরির জন্য সারা বিশ্বের ওষুধ প্রস্তুতকারকরা  জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ১০টি ভ্যাকসিন মানুষের ওপর পরীক্ষা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন বাজারে আনতে এক থেকে দেড় বছর সময় লাগবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভেক্টর ইনস্টিটিউট একটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। ইনস্টিটিউটের মহাপরিচালক রিনাত মাকসুতোভ শনিবার বলেন, তিনি

সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার আশা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর