বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

মানচিত্রে নতুন ভূখন্ড অন্তর্ভুক্ত করল নেপাল

কোনো হুমকি-ধমকিকে পাত্তা দিল না নেপাল। এমনকী কেউ চড়াও হলে তাদের সেনাবাহিনী যুদ্ধ করবে। এই হুঙ্কারও  ছেড়েছিল ভারতের তুলনায় অনেক ছোট নেপাল। সামরিক দিক থেকে নেপালের থেকে কয়েক গুণ শক্তিশালী ভারত।  সেই শক্তিকে পাত্তা না দিয়ে নেপাল তাদের নতুন মানচিত্রে ভারতের দখলে থাকা লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে অন্তর্ভুক্ত করল।

লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নিয়ে ভারত-নেপাল বিবাদ দীর্ঘদিনের। ভারতের দাবি, এই তিনটিই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং উত্তরাখন্ড রাজ্যের পিথোরাগড় জেলার অন্তর্ভুক্ত। উল্টোদিকে নেপালও বহুদিন ধরে দাবি করে আসছে ওই এলাকাগুলো তাদের। কিন্তু সেই বিবাদ চরমে ওঠে সম্প্রতি উত্তরাখন্ডের গাটিয়াবর্গ থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তার কাজ শুরু করার পর।

সর্বশেষ খবর