ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশে উন্নীত করতে চায় বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু অস্ত্রবিষয়ক নজরদারি সংস্থা আইএইএ। যদি তাই হয় তবে সেটা হবে ইরান পরমাণু চুক্তির সব থেকে বড় লঙ্ঘন। ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে করা ওই চুক্তি অনুযায়ী ইরানকে তাদের পরমাণু সমৃদ্ধকরণ ৪ শতাংশের নিচে রাখতে হবে। চুক্তির শুরুতে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং মধ্যপ্রাচ্যের দেশটির ওপর পুনরায় কঠোর অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেন। তার পরপরই ইরান চুক্তি বাতিলের হুমকি দিয়েছিল। কিন্তু চুক্তির অংশীদার বাকি দেশগুলোর হস্তক্ষেপে তেহরান শান্ত হয়। যদিও তারপর থেকে ইরানের বিরুদ্ধে নানা সময়ে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইরানও নানা ঘটনার জেরে চুক্তি প্রত্যাহারের হুমকি দিয়েছে। দ্য ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানায়, ইরান এক চিঠিতে তাদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে। বলেছে, তারা তাদের ‘ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’ এ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায়। ইরানের কোম নগরীতে পাহাড়ের নিচে মাটির অনেক গভীরে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেত্রটি অবস্থিত। তবে ইরান কবে নাগাদ ‘তাদের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে চায় সে সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করেনি’ বলে জানায় আইএইএ। পরমাণু চুক্তির অংশ হিসেবে ২০১৯ সালে ইরানের ওপর বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চমাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশ বেঁধে দেওয়া হয়। রয়টার্স।