শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

আলাস্কা বৈঠকে তুমুল বাগযুদ্ধে যুক্তরাষ্ট্র-চীন

আলাস্কা বৈঠকে তুমুল বাগযুদ্ধে যুক্তরাষ্ট্র-চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় এসেছেন মাস দুয়েক হলো। এর পরই চীনের সঙ্গে মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। কিন্তু এ বৈঠকে দেশ দুটির কর্মকর্তারা তুমুল বাগ্যুদ্ধে জড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৃহস্পতিবার ওই বৈঠক হয়।

বিবিসি জানায়, এদিন চীনা কর্মকর্তারা ‘যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে চীন আক্রমণে উসকে দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন; আর মার্কিন কর্মকর্তারা বলেছেন, চীন অন্যকে চমকে দিয়ে নিজের সুবিধা হাসিল করার উদ্দেশ্য নিয়েই আলোচনায় এসেছে। গত কয়েক বছর ধরেই বিশ্বের এ দুই শীর্ষ অর্থনীতির দেশের সম্পর্ক খারাপ যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সামনে প্রায় দেড় ঘণ্টা সময় ধরে দুই পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময় চলে। মার্কিন প্রতিনিধি দল চীনের বিরুদ্ধে দুই মিনিটের উদ্বোধনী বক্তব্যের প্রটোকল ভঙ্গের অভিযোগ করে। এক মার্কিন কর্মকর্তা বলেন, চীনা প্রতিনিধি দল দেখা যাচ্ছে ক্ষমতা প্রদর্শনের লক্ষ্য নিয়ে উপস্থিত হয়েছে।’ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের অংশ হিসেবে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  জেক সুলিভান। অন্যদিকে চীনের পক্ষে ছিলেন দেশটির সর্বজ্যেষ্ঠ পররাষ্ট্র কর্মকর্তা ইয়াং জিয়েচি এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সূচনা বক্তব্যে ব্লিংকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এ বৈঠকে শিনজিয়াং, হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্রে   সাইবার হামলা, আমাদের মিত্রদের সঙ্গে অর্থনৈতিক জবরদস্তিসহ চীনের বিভিন্ন পদক্ষেপে সৃষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করবে।’ এর জবাবে ইয়াং যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ও আর্থিক আধিপত্যকে কাজে লাগিয়ে অন্য দেশগুলোকে দমিয়ে রাখছে বলে অভিযোগ করেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো এই সদস্য বলেন, ‘তথাকথিত জাতীয় নিরাপত্তার ধারণার অপব্যবহারের মাধ্যমে তারা স্বাভাবিক বাণিজ্য ব্যবস্থাপনায় বাধা সৃষ্টি করছে এবং কিছু কিছু দেশকে চীন আক্রমণে উসকে দিচ্ছে।’

সর্বশেষ খবর