শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চীনা রাষ্ট্রদূতকে টার্গেট করে পাকিস্তানের বোমা হামলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় বিলাসবহুল একটি হোটেলে বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরণের সময় হোটেলে ছিল পাকিস্তানে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল। সে দলের নেতৃত্বে রয়েছেন চীনের রাষ্ট্রদূত। কিন্তু বিস্ফোরণের সময় তিনি হোটেলে ছিলেন না। একটি সভায় অংশ নিতে বাইরে থাকায় অল্পের জন্য রক্ষা পান তিনি। ওই বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। প্রাথমিক তদন্তে  জানা গেছে, আইইডি বিস্ফোরকের সাহায্যে এ বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে হামলার দায় স্বীকার করেছে ‘পাকিস্তান তালেবান’।

তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। সম্প্রতি পাকিস্তানি তালেবান এবং অন্য জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তান সীমান্তে উপজাতীয় এলাকায় তাদের হামলা বৃদ্ধি করেছে। গতকালের এ বোমা হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের গাড়ি পার্কিং এলাকায় আগুন জ্বলছে। কোয়েটা শহরের এ সেরিনা হোটেল বেশ সুপরিচিত। সরকারি কর্মকর্তা এবং সে এলাকা সফররত পদস্থরা সচরাচর হোটেলটিতে অবস্থান করেন।

 

সর্বশেষ খবর