শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

করোনা নিয়ে মত প্রকাশে বাধা দেওয়া যাবে না : ভারতের সুপ্রিম কোর্ট

করোনা সংকটে গোটা ভারতে অক্সিজেনের হাহাকার। বেডও পাচ্ছেন না অনেকেই। আর এতে অনেকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। এমতবস্থায় সোশ্যাল মিডিয়ায় করোনা মহামারী সংক্রান্ত তথ্য পোস্ট নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জনিয়েছে, বেড বা অক্সিজেন না পেয়ে কোনো নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় সরব হন, তাহলে তার বিরুদ্ধে কোনোরকম দমনমূলক পদক্ষেপ নিতে পারবে কোনো রাজ্য সরকার। করোনার চিকিৎসা সংকট নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারকে রীতিমতো তুলাধোনা করে আদালত। এমনকি এটাও স্পষ্ট জানান, এ কারণে কোনো নাগরিককে হেনস্থা করা হলে তা আদালতের অবমাননা হিসেবে গণ্য করা হবে। করোনা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে, সম্প্রতি এমনই পথে হেঁটেছে বিজেপি-শাসিত ভারতের উত্তরপ্রদেশের সরকার। সে প্রসঙ্গেই ভারতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেয়। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ‘ইস্যুটির সূচনাতেই আমি সতর্ক করে দিতে চাই। যদি কোনো নাগরিক সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন, সেটি ভুল তথ্য বলে বাতিল করা যাবে না। তথ্য চেপে দেওয়া হোক তা আমরা একদমই চাই না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর