শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

টিকার মেধাস্বত্বে ছাড় দিতে নারাজ জার্মানি

করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ব উন্মুক্ত করা না করা নিয়ে এখন কার্যত দুই ভাগ হয়ে পড়েছেন বিশ্বের প্রভাবশালীরা। গত পরশু টিকার মেধাস্বত্বে ছাড় দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল এ বিষয়ে নারাজি জানিয়েছে জার্মানি। অর্থাৎ বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিল যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র এ টিকার মেধাস্বত্ব ছাড় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডবিøউটিও) জানিয়ে ছিল। কিন্তু জার্মানি জানিয়েছে, এ মেধাস্বত্ব থাকতে হবে। মেরকেল সরকার বলছে, মেধাস্বত্ব রক্ষা করা উদ্ভাবনের উৎস এবং এ মেধাস্বত্ব অবশ্যই সংরক্ষণ করতে হবে। জার্মানির এ অবস্থান টিকা সহজলভ্য করার যে প্রক্রিয়া, তা কঠিন করে ফেলছে। কারণ, দেশটির টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজারের টিকা বিশ্বজুড়েই ব্যবহৃত হচ্ছে। শুধু যুক্তরাষ্ট্র যে করোনা টিকার এ মেধাস্বত্বকে সাময়িক ছাড় দিতে সম্মত হয়েছে, বিষয়টা এমন নয়। মেধাস্বত্ব ছাড় দেওয়ার জন্য আরও অনেক দেশই প্রস্তুত। এ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগেই বলেছিল, তারা মেধাস্বত্বের ছাড় দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। মেধাস্বত্ব ছাড় দেওয়ার প্রস্তাব ডবিøউটিওতে প্রথম উত্থাপন করেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দেনদরবার করছে সংস্থাটি।

সর্বশেষ খবর