শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

ব্রাজিলে মাদক গ্যাং পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ২৫

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মাদক মাফিয়াদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। লাতিন আমেরিকা জুড়েই সক্রিয় বিভিন্ন মাফিয়া। অঞ্চলটিতে মাফিয়াদের দৌরাত্ম্যও প্রচুর। এমনকি তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনীকেও তোয়াক্কা করে না। এমনই একটি গ্যাং এর বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই হতাহতের ঘটনা ঘটে। সাকারেসিনো এলাকার ফাভেলায় মাদক গ্যাং তাদের কাজে শিশুদের ব্যবহার করছে এমন খবরে পুলিশ গেলে সংঘর্ষ বাধে। তাদের ধরতে সাদা পোশাকধারী পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় চলতে থাকা মেট্রোরেলের দুই যাত্রীও গুলিবিদ্ধ হন। তবে তারা বেঁচে আছেন। খবরে বলা হয়েছে, রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলের সব থেকে সহিংস এলাকাগুলোর একটি। এর বিশাল এলাকা অপরাধী গ্যাং বা চক্রগুলোর নিয়ন্ত্রণে, যাদের সঙ্গে প্রভাবশালী মাদক চক্রের যোগসূত্র রয়েছে।

সর্বশেষ খবর