শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

রক্তে জমাট বাঁধার কারণ জানা গেছে

করোনাভাইরাসের টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধার রহস্য উদঘাটনের দাবি করেছেন জার্মান বিজ্ঞানীরা। তারা বলেছেন, শরীরে টিকা দেওয়ার ফলে রোগ প্রতিরোধের জন্য যে সাধারণ ঠান্ডার ভাইরাস বা এডেনোভাইরাস ভেক্টর প্রবেশ করানো হয়, তার জন্যই রক্ত জমাট বাঁধে। এই সমস্যা সমাধান করা সম্ভব বলে তাদের দাবি। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্রাজেনেকার দুটি টিকায় এমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যেসব নারীর বয়স ৫০ বছরের নিচে তাদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার বিষয়টি গুরুতর। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ব্রিটেনে রক্ত জমাট বেঁধেছে ৩০৯ জনের। মারা গেছেন ৫৬ জন। এ ঘটনা ঘটেছে ইউরোপে ১৪২ জনের ক্ষেত্রে। বুধবার পর্যন্ত জেঅ্যান্ডজের টিকার সঙ্গে এমন রক্ত জমাট বাঁধার ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে ২৮টি। বুধবার ফ্রাঙ্কফুর্টের গোথে ইউনিভার্সিটি এবং হেমহোলটজের উলম ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, রক্ত জমাট বাঁধার এই সমস্যাটা লুকিয়ে আছে এডেনোভাইরাস ভেক্টরের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন, টিকা কোষের ভিতরকার বিভিন্ন তরল উপাদানের সঙ্গে মেশার চেয়ে কোষের নিউক্লিয়াসে পৌঁছে যায়। এরপর নিউক্লিয়াসকে ভেঙে ফেলে। এর ফলে সেখানে রূপান্তর ঘটে। সৃষ্ট রূপান্তর শরীরে প্রবেশ করে। তা থেকে রক্তে জমাট বাঁধে।

সর্বশেষ খবর