শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

বিধ্বংসী চীন, হংকংয়ে গ্রেফতার ৫ সংবাদকর্মী

হংকংয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে মরিয়া চীন। গতকাল ‘বিদ্রোহী’ সংবাদপত্র অ্যাপল ডেইলির মুখ্য সম্পাদকসহ পাঁচ সংবাদকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এএফপি জানায়, এদিন সকালে ‘অ্যাপল ডেইলি’র অফিসে অভিযান চালায় প্রায় ৫০০ জন পুলিশকর্মীর একটি বিশাল বাহিনী। সকাল ৭টা নাগাদ শুরু হওয়া পুলিশি অভিযানে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সংবাদপত্রটির অফিস। গ্রেফতার করা হয় সংবাদপত্রটির মুখ্য সম্পাদক রায়ান ল এবং সিইও চিউং কিম-হাংসহ পাঁচজনকে। দাগী অপরাধীর মতো পিছমোড়া করে হাত বেঁধে নিয়ে যাওয়া হয় তাঁদের। সম্প্রতি ‘নিষেধাজ্ঞার দাবিতে’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয় ‘অ্যাপল ডেইলি’তে। পুলিশের অভিযোগ, ওই প্রবন্ধে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করা হচ্ছে। উল্লেখ্য, ‘অ্যাপল ডেইলি’র মালিকানা রয়েছে হংকংয়ের গণতন্ত্রকামী নেতা তথা ধনকুবের জিমি লাইয়ের হাতে। বরাবর বেইজিংয়ের অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে সরব হয়েছে সংবাদপত্রটি। স্বশাসিত প্রদেশটিতে বিগত কয়েক মাস ধরেই জিমি লাইকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বন্দী করে রেখেছে শি জিন পিংয়ের প্রশাসন।

২০২০ সালের জুনে আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ হেলায় উড়িয়ে হংকং নিয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাস করে চীন। এর ফলে স্বায়ত্তশাসিত প্রদেশটির ওপর বেইজিংয়ের রাশ আরও শক্তিশালী হয়েছে। তারপরই চিনের ওপর চাপ বাড়িয়ে হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করে ব্রিটেন। শুধু তাই নয়, সদ্য হংকংয়ের ‘চিনপন্থী’ প্রশাসক ক্যারি লামসহ ১০ জন উচ্চপদস্থ চিনা আধিকারিকের ওপর ভ্রমণ ও আর্থিক বিষয় সংক্রান্ত নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন।

সর্বশেষ খবর