সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

আফগান সরকারের এক দিনের অভিযানেই ২৫০ তালেবান নিহত

শুক্রবার থেকে দেশব্যাপী তালেবান বিরোধী অভিযান

দুই দিন আগে আফগান প্রেসিডেন্ট সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এরপরই আফগানিস্তানে শুরু হয়েছে তালেবানবিরোধী অভিযান। শুক্রবার থেকে দেশব্যাপী এই অভিযান শুরু হয়েছে। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, শনিবার অভিযানে কমপক্ষে ২৫০ তালেবান নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১৩৭ তালেবান সদস্য। অভিযানে অনেক জেলা থেকে তালেবানকে বিতাড়িত করা হয়েছে। ২০ বছর ধরে সন্ত্রাসবিরোধী যুদ্ধে বিপুলসংখ্যক বিদেশি সৈন্য আফগানিস্তানে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে গেলে দেশটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাবে। তাই এর আগেই সরকারি বাহিনী দেশজুড়ে তালেবানবিরোধী অভিযান চালাতে শুরু করেছে। এতে মারা পড়ছে শত শত উগ্রপন্থি। সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনীও। একযোগে অভিযান চলেছে গজনি, লোগার, কান্দাহার, ফারিয়াব, বালখ, হেলমান্দ, কুন্দুজ, বাঘলান, বাদাখশান ও কাবুল প্রদেশে। অভিযানে একাধিক আফগান জেলা তালেবানমুক্ত করেছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবারের অভিযানে জব্দ করা হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া, ৪২টি মাইন ও বিস্ফোরক ডিফিউজ করেছে সেনাবাহিনী।

সর্বশেষ খবর