বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় ৪০০ বন্দুক হামলায় ১৫০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

৪ জুলাই তথা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটিতে (শুক্রবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত) অর্থাৎ ৭২ ঘণ্টায় ৪০০টি বন্দুক হামলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ   বাহিনীর উদ্ধৃতি দিয়ে শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন   উদ্বেগজনক তথ্যটি প্রকাশ করেছে।

তথ্য মতে, একমাত্র শিকাগোতেই দুই পুলিশ কর্মকর্তা ও শিশুসহ ১০ জনের মৃত্যু এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও ৮৩ জন। এছাড়া নিউইয়র্ক, টেক্সাসসহ ছোট-বড়-মাঝারি সিটিগুলোতে এ জাতীয় ঘটনা ঘটেছে। এ নিয়ে হোয়াইট হাউস এবং কংগ্রেস সরব থাকার মধ্যেই স্বাধীনতা দিবসের ছুটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এবং সহিংসতার তথ্য সংরক্ষণকারী আর্কাইভের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত এ বছরের ৬ মাস ৫ দিনে বন্দুকের গুলিতে যুক্তরাষ্ট্রে মারা গেছে ২২ হাজার ৫৩৬ জন। এরমধ্যে খুন হয়েছেন ১০ হাজার ২৬০ জন। অপর ১২ হাজার ২৭৬ জন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। 

সর্বশেষ খবর