বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা
দিল্লিতে মমতা

‘জাতীয় রাজনীতি’তে মমতার খেলা শুরু

‘জাতীয় রাজনীতি’তে মমতার খেলা শুরু

তৃণমূল হোক আর কংগ্রেস দুই পক্ষের লক্ষ্য একটাই ২৪ শে দিল্লির কুর্সি দখল।  লোকসভা ভোট আসতে এখনো বাকি তিন বছর। কিন্তু লড়াইয়ের প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।  গতকাল মমতা ব্যানার্জি দেখা করেন  বিরোধী দল কংগ্রেসের তিন শীর্ষ নেতা কমল নাথ, অভিষেক মনু সিঙ্ঘভি, আনন্দ শর্মার সঙ্গে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সুসম্পর্কের কথা রাজধানীতে সবাই জানে। রাজনৈতিক মহলের কথায়, মোদিবিরোধী মুখ হিসেবে এখন মমতা ব্যানার্জির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য মমতা ব্যানার্জিকে লড়াইয়ের ময়দানে এগিয়ে দিচ্ছেন সোনিয়া গান্ধী। রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, আজ থেকেই দিল্লির ময়দানে খেলা শুরু মমতা ব্যানার্জির।

মোদি-মমতার বৈঠক : এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বিকালে আধা ঘণ্টার বেশি সময় ধরে  ওই বৈঠক হয়। বৈঠক শেষে মমতা জানান, দুই বছর পর দিল্লিতে এলাম। সৌজন্য সাক্ষাৎ এটা। করোনার বিষয়ে আলোচনা করেছি। বাড়তি করোনা টিকা, ওষুধ চেয়েছি। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছে।

অনেকদিন ধরে পড়ে আছে। অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছি।

সর্বশেষ খবর