রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মাটির নিচে ১৩ লাখ বছরের ‘অস্ত্র-কারখানা’

মাটির নিচে ১৩ লাখ বছরের ‘অস্ত্র-কারখানা’

বহু বিবর্তনের মধ্য দিয়ে আজকের মানব জাতি। প্রস্তর, ব্রোঞ্জ ও তামা যুগ। এর মধ্যে প্রস্তর যুগ নিয়ে প্রত্নতত্ত্ববিদের আগ্রহ বরাবরই তুঙ্গে। কেননা, সেটা একেবারে শুরুর সময়। আক্ষরিক অর্থেই আদিম। সেই সময় মানুষ কীভাবে বেঁচে থাকত, কীভাবে শিকার করত, কী অস্ত্র ব্যবহার করত, এ নিয়ে নানা গবেষণা, নানা কৌতূহল, নানা কর্মপ্রক্রিয়া।

সম্প্রতি এই কৌতূহল ও গবেষণার সূত্রেই প্রস্তর যুগ সম্বন্ধে বেরিয়ে এলো নতুন তথ্য। দীর্ঘ গবেষণার পরে উত্তর আফ্রিকার মরক্কোয় প্রস্তরযুগের হাতিয়ার (অস্ত্র) হাত-কুড়াল তৈরির একটি জায়গা খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। সেখান থেকে পাথরের কয়েকটি কুড়ালও উদ্ধার হয়েছে।

‘অস্ত্রাগারে’ কুড়ালগুলো ১৩ লাখ বছরের পুরনো বলে প্রাথমিকভাবে ধারণা বিজ্ঞানীদের।

গবেষক দলের সদস্যরা বলেছেন, এই আবিষ্কার প্রমাণ করল, যা ধারণা করা হতো আসলে তার চেয়েও হাজার হাজার বছর আগে উত্তর আফ্রিকায় মানবজাতির পূর্বপূরুষ (হোমো ইরেকটাস) এই প্রস্তর শিল্পের কাজ শুরু করেছিল।

সর্বশেষ খবর