বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৭০ লাখ ইসরায়েলির তথ্য হ্যাক!

প্রায় ৭০ লাখ ইসরায়েলির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করছে একজন সাইবার অপরাধী। শনকানিচিল নামে এই ব্যক্তি ইসরায়েলের পৌরসভার ব্যবহার করা ‘সিটি৪ইউ’ ওয়েবসাইট হ্যাক করে এই তথ্য হাতিয়ে নিয়েছে।

ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ওই সাইবার অপরাধীর দাবি সত্য হলে এটা হবে- ইসরায়েলের ইতিহাসে সব থেকে বড় চুরি। তার দাবির সত্যতা নিশ্চিত করতে ইহুদি নাগরিকদের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করা শুরু করেছেন। হ্যাকার  অনেকগুলো পৌরসভার ওয়েবসাইটে অনুপ্রবেশ করে সফলভাবে তথ্য হাতিয়ে নিয়েছেন জানিয়ে তথ্য বিক্রির প্রস্তাব দিচ্ছেন। তবে কেমন মূল্যে এই তথ্য বিক্রি করতে চান সেটা জানাননি তিনি।

সর্বশেষ খবর