শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
ইডির অভিযোগ

সহযোগিতা করছেন না অভিষেক

কয়লা কেলেঙ্কারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গতকালও তাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। সহায়তা করছেন না বলে অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার তাকে দিল্লিতে টানা নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। গতকালের অনুপস্থিতের ব্যাপারে অভিষেক ইডিকে জানিয়েছেন, বিশেষ কাজে তিনি ব্যস্ত তাই জিজ্ঞাসাবাদে আসতে পারবেন না। তবে ইডি জানিয়েছে, অন্যদিন তাকে ফের ডাকা হবে। কারণ, সোমবার জিজ্ঞাসাবাদে অভিষেক যা বলেছেন, তাতে ইডি সন্তুষ্ট নয়। অভিষেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি-র সূত্র নাম প্রকাশ করা যাবে না এই শর্তে ডয়চে ভেলেকে জানিয়েছেন, অভিষেক সোমবার ইডি-র সঙ্গে সহযোগিতা করেননি। তার কাছে যা জানতে চাওয়া হয়েছিল, অভিষেক তার যথাযথ উত্তর দেননি বলেই ইডি মনে করছে।

যদিও অভিষেক দাবি করেছেন, ইডি-কে সবরকম সাহায্য করেছেন তিনি। ইডির সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, তিনজন ব্যক্তি এবং দুটি সংস্থার নাম অভিষেকের সামনে ফেলা হয়। ওই দুই সংস্থার মাধ্যমে কয়লা কেলেঙ্কারির টাকা তার পরিবারের অ্যাকাউন্টে ঢুকেছে বলে ইডির অভিযোগ। উল্লেখ্য, ওই দুই সংস্থার একটির ডিরেক্টর অভিষেকের বাবা এবং মুখ্যমন্ত্রীর ভাই অমিত বন্দ্যোপাধ্যায়। অন্যটির ডিরেক্টর তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ খবর