বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিশুদের বুস্টার ডোজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত নেই

শিশুদের বুস্টার ডোজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত নেই

শিশু-কিশোরদের করোনা টিকার বুস্টার ডোজ দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তাদের হাতে এমন কোনো তথ্য-প্রমাণ নেই যে, শিশু-কিশোরদের বুস্টার ডোজ দিতেই হবে। সূত্র : রয়টার্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এ বিষয়ে গত মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে বলেছেন, শিশু-কিশোরদের বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ শিশু, কিশোর ও তরুণদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজনীয়তার পক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি আরও বলেন, ‘দ্রুত গতিতে যেহেতু ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঘটছে সেহেতু কোন বয়সী মানুষের বুস্টার ডোজ প্রয়োজন- তা নির্ধারণ করতে গবেষণা করা জরুরি হয়ে উঠেছে।’

প্রাপ্ত খবর অনুযায়ী, এরই মধ্যে ইসরায়েলে ১২ বছর বয়সী শিশুদের বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। এ ছাড়া গত সপ্তাহে জার্মানিও ১২ থেকে ১৭ বছর বয়সী সবাইকে বুস্টার ডোজ নেওয়ার সুপারিশ করেছে। হাঙ্গেরিও একই কাজ করেছে।

এ বিষয়ে সৌম্য স্বামীনাথন বলেন, কীভাবে দেশগুলো তাদের জনসংখ্যার মধ্যে বুস্টার ডোজ বিতরণ করবে- সে বিষয়ক সুনির্দিষ্ট প্রশ্ন নিয়ে এ সপ্তাহের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞরা মিটিংয়ে বসছেন। সেখানে এসব বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সর্বশেষ খবর