মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ব্রহ্মাণ্ডের সৃষ্টিরহস্য উদঘাটনের যাত্রা শুরু

ব্রহ্মাণ্ডের সৃষ্টিরহস্য উদঘাটনের যাত্রা শুরু

পৃথিবী থেকে ১৫ লাখ কি.মি. উপরে জেমস ওয়েব

১৫ লাখ কি.মি. পথ সম্পূর্ণ করার পর এবার গন্তব্যের দিকে চলেছে সে। ওখান থেকেই মহাশূন্যের অতলে চোখ রাখবে। চাক্ষুষ করবে এই ব্রহ্মান্ডের সৃষ্টি হওয়া। পৃথিবীর সব থেকে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েবে। এটি দ্বিতীয় ল্যাগ্রাঞ্জ (এল২) পয়েন্টে পৌঁছে যাচ্ছে। প্রকৌশলীরা চূড়ান্ত কিছু সংশোধন করলেই তাকে কক্ষপথে বসানো হবে। এই দ্বিতীয় ল্যাগ্রাঞ্জ পয়েন্ট হলো মহাকাশের একটি পয়েন্ট যেখানে কোনো বস্তুকে রাখলে তা নড়াচড়া করে না। এই পয়েন্টে দুটি বড় ভরের মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রাভিমুখী বলের সমান হয়ে যায়। এই পয়েন্টগুলোতে স্পেসক্রাফটগুলো কম জ্বালানি শক্তিতেই এক জায়গায় স্থির থাকতে পারে। নাসা বলছে, সমস্ত ল্যাগ্রাঞ্জ পয়েন্টেই মাধ্যাকর্ষণের সাম্য থাকে তবে সব কটি পয়েন্টই স্থিতিশীল নয়। প্রথম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট (এল১) যা পৃথিবী থেকে সূর্যের দিকে ১৫ লাখ, সেখানে বহু সোলার অবজারভেটরি অবস্থিত। এল২ পয়েন্ট জেমস ওয়েবের জন্য সব থেকে ভালো জায়গা। কারণ এখানে সূর্য, চাঁদ এবং পৃথিবী মহাকাশের একই দিকে থাকে। ফলে টেলিস্কোপের অপটিক্স এবং অন্যান্য যন্ত্রাদি চিরস্থায়ীভাবে ছায়ায় থাকতে পারবে। ছায়ায় থাকলে টেলিস্কোপ ঠান্ডা থাকবে এবং ইনফ্রারেড সেনসিটিভিটি বেশি ভালোভাবে কাজ করবে। 

সর্বশেষ খবর