মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

‘আগ্রাসন না চালিয়েই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দাস বানিয়েছে’

‘আগ্রাসন না চালিয়েই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দাস বানিয়েছে’

আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ পুরনো। এ নিয়ে নানা অভিযোগও আছে। এই সম্পর্ক নিয়ে পাকিস্তানের কোনো নেতা তেমন মুখ খোলেন না। তবে এবার একেবারে নগ্নভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আগ্রাসন না চালিয়েই পাকিস্তানকে দাস বানিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, দেশের জনগণ কখনো আমদানি করা সরকার মেনে নেবে না। রবিবার পাঞ্জাব প্রদেশের ফয়সলাবাদে এক র‌্যালিতে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এ সময় ইমরান খান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও অভিযোগ আনেন। বলেন, যুক্তরাষ্ট্র হলো একটি আত্মকেন্দ্রিক দেশ। তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কাউকেই সাহায্য করে না।

গত মাসে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ৬৯ বছর বয়সী ক্রিকেটার কাম রাজনীতিক ইমরান খান। ক্ষমতা হারানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। বলেছেন, তাকে উৎখাতে স্থানীয় রাজনীতিকদের সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এ ষড়যন্ত্রকে তিনি তার বিরুদ্ধে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির ওপর হস্তক্ষেপ হিসেবে দেখেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন শহরে বেশ কিছু জনসভা করেছেন ইমরান খান। তাতে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একজন বিশ্বাসঘাতক ও দুর্নীতিপরায়ণ শাসক হিসেবে অভিযুক্ত করেন। বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছেন। তবে তার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানে ক্ষমতাসীন বর্তমান সরকার।

ইমরান খান তার রবিবারের র‌্যালি থেকে বলেন, পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছ থেকে অর্থ ‘ভিক্ষা’ করবেন, যাতে ইমরান খান ক্ষমতায় ফিরতে না পারেন। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ও তার পিতা, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে দুর্নীতিবাজ বলে অভিযোগ করেন ইমরান খান। বলেন, বিশ্বজুড়ে লুকিয়ে রাখা আছে তাদের সম্পদ। ইমরান খান আরও বলেন, যেহেতু বিলাওয়ালের সম্পদ দেশের বাইরে জমা করা আছে, তাই তিনি যুক্তরাষ্ট্রকে হতাশ করার সাহস দেখান না। যদি দেখান, তাহলে এর সবকিছু হারাবেন।

সর্বশেষ খবর