রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানে আবারও বন্যার শঙ্কা

মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে

পাকিস্তানে আবারও বন্যার শঙ্কা

পাকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। তবে শঙ্কার মেঘ এখনো কাটেনি। দেশটিতে আবারও বন্যার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক বন্যায় টানা কয়েক সপ্তাহ পাকিস্তানের এক-তৃতীয়াংশ তলিয়ে থাকার পর কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে প্রতিবেশী ভারতে ভারি বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের নদীগুলো ফুলেফেঁপে উঠে আবারও বন্যা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে বেশ কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অবশ্য পাকিস্তানের আবহাওয়া বিভাগের ওয়েবসাইট সূত্রে কোনো নদীর পানি এখন পর্যন্ত বেড়েছে বলে জানা যায়নি। দক্ষিণ এশিয়ার দেশটিতে দীর্ঘদিন থেকেই অর্থনৈতিক সংকটে ভুগছে। তার মধ্যে ভয়ংকর বন্যা আরও বড় বিপর্যয় সৃষ্টি করেছে। বন্যায় পাকিস্তানের আর্থিক ক্ষতির পরিমাণ তিন হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ, যা গোটা অস্ট্রেলিয়ার জনসংখ্যার চেয়েও বেশি। দুবাইভিত্তিক আরকাম ক্যাপিটাল লিমিটেডের স্থায়ী আয় সম্পদ ব্যবস্থাপনার প্রধান আবদুল কাদির হুসেইন বলেন, বন্যার অর্থনৈতিক প্রভাব বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের অন্যতম প্রধান উৎস।

এ ছাড়া আইএমএফের ঋণের পর যে ডলার প্রবাহ বাড়ার কথা ছিল, বাস্তবে তেমন কিছু নেই। তার ওপর, দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তাও অব্যাহত রয়েছে। বন্যার কারণে এ বছর পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অর্ধেক কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই সংকট মোকাবিলায় পাকিস্তানের বিশাল অর্থনৈতিক সাহায্য দরকার। দুর্গত এলাকাগুলোতে ডায়রিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এরই মধ্যে ১৬ কোটি ডলারের জরুরি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। ব্লুমবার্গ ।

 

সর্বশেষ খবর