বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ট্রাম্প কত কর দেন এবার জানা যাবে

ট্রাম্প কত কর দেন এবার জানা যাবে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় বছরের কর নথি প্রকাশের পক্ষে ভোট দিয়েছে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি কমিটি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ওয়েস অ্যান্ড মিনস কমিটি’ মঙ্গলবার সন্ধ্যায় এ ভোট দেয়। পক্ষে পড়েছে ২৪টি ভোট এবং বিপক্ষে ১৬টি। কমিটির সব ডেমোক্র্যাট সদস্য পক্ষে ভোট দিয়েছেন। আর সব রিপাবলিকান সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা ২০১৯ সাল থেকে ট্রাম্পের কর নথি চেয়ে আসছিল, তবে ট্রাম্প তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। এবার তার অবসান হলো। বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্টদের কর নথি প্রকাশের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে দশকের পর দশক ধরে প্রেসিডেন্টরা স্বেচ্ছায় তাদের কর নথি প্রকাশ করে আসছেন। ট্রাম্প কর নথি প্রকাশ না করে বরং তা আড়ালে রাখতেই লড়াই করে এসেছেন। যুক্তরাষ্ট্রে ৪৪ বছরের মধ্যে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি কর নথি প্রকাশ করেননি।

এখন হাউসে এ নথি প্রকাশের পক্ষে ভোটের পর ট্রাম্পের ছয় বছরের কর নথিগুলো জনসাধারণ কখন দেখতে পাবে তা স্পষ্ট নয়।

হাউস কমিটির ডেমোক্র্যাট সদস্য লয়েড ডগেট সিএনএনকে বলেছেন, সামাজিক নিরাপত্তা নম্বরের মতো ব্যক্তিগত তথ্যগুলো ঠিকঠাক করে নথি প্রকাশ করতে কয়েক দিন সময় লাগতে পারে।

 

সর্বশেষ খবর