শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
৫০ হাজার বছরে প্রথমবার

ভাগ্যবানরা দেখল বিরল দৃশ্য

ভাগ্যবানরা দেখল বিরল দৃশ্য

অসীম মহাশূন্য। সেই অসীম সম্পর্কে মানুষ জানতে পারছে সামান্যই। তবে জানার ক্ষেত্র বাড়ানোর চেষ্টা চলছে অবিরাম। এর মধ্যে আবিষ্কৃত হয়েছে একটি সবুজ ধূমকেতুর। যা পৃথিবীর সবচেয়ে কাছে আসে ৫০ হাজার বছর পর। গত দুই দিন এই ধূমকেতু আমাদের গ্রহের কাছ দিয়ে ঘুরে ফের অসীমের পানে চলে গেছে। এর আগে তাকে দেখা গিয়েছিল নিয়ানডারথ্যাল যুগ বা বরফ যুগে। গত পরশু এই ধূমকেতুকে খালি চোখে দেখার সুযোগ পেয়েছে বিশ্ববাসী। নাসার গবেষকেরা জানান, গত বছরের ২ মার্চ ধূমকেতুটি আবিষ্কৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির একটি পর্যবেক্ষণ ক্যামেরায় এ ধূমকেতু ধরা পড়ে। গবেষকেরা ধূমকেতুটির নাম দিয়েছেন সি/২০২২ ই৩ (জেটিএফ)। ধূমকেতুটির সূর্যের চারপাশে একটি কক্ষপথ সৌরজগতের বাইরের দিকে চলে গেছে। এ কারণেই সূর্যকে প্রদক্ষিণে এত দীর্ঘ সময় লেগেছে ধূমকেতুটির। জানা গেছে, একবার চলে যাওয়ার পর কয়েক মিলিয়ন বছরের মধ্যে ধূমকেতুটির আর পৃথিবীর কাছাকাছি আসার সম্ভাবনা নেই।

 

সর্বশেষ খবর