মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হিম ঠাণ্ডায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন

বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ তুরস্কের ভূমিকম্প দুর্গত এলাকায় আগামী কয়েক দিনে ভারি বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে বিবিসি। সেখানে দিনের বেলা তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রাতের বেলা তা আরও কমে যেতে পারে বলেও জানানো হয়েছে। তুরস্কের উত্তরের পাহাড়ি এলাকায় আরও বেশি তুষারপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভূমিকম্প কবলিত তুরস্কের গাজিয়ানতেপের তাপমাত্রা গতকাল ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। পাশের কিলিসের তাপমাত্রা ২ ডিগ্রি। ওসমানিয়ার তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি। সিরিয়ার তাপমাত্রাও এর কাছাকাছি। সঙ্গে আছে তুষারপাত, বৃষ্টি। ফলে গতকাল ভূমিকম্পের পর যারা বেঁচে আছেন, তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। হিমশীতল পরিবেশে উদ্ধার তৎপরতাও বিঘ্নিত হচ্ছিল। এ অবস্থায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই বলেছেন, চরমভাবাপন্ন পরিবেশের বিরুদ্ধে কর্তৃপক্ষ লড়াই করছে। যত দ্রুত সম্ভব আমরা দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ইস্তাম্বুল থেকে আলজাজিরার সাংবাদিক সিনেম কোসেওগলু বলছেন, শীতের এই ভয়াবহ ঠাণ্ডায় সেখানকার পরিস্থিতিকে মারাত্মক জটিল করে তুলেছে।

ওদিকে লেবাননের বৈরুত থেকে সাংবাদিক জেইনা খোদর বলেন, তীব্র শক্তিশালী ঝড় আঘাত করেছে সিরিয়ার উত্তরাঞ্চলে। তিনি বলেন, ভয়ানক ঠান্ডা। বহু মানুষ বাড়িঘর হারিয়েছেন। তারা এখন খোলা আকাশের নিচে। ফলে বিষয়টি সহজেই সমাধান হওয়ার নয়।

সর্বশেষ খবর