শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অবিশ্বাস্য ছয় গ্যালাক্সির সন্ধান

জ্যোতির্বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করেছেন মহাবিশ্বের প্রথমের দিনগুলোতে ফিরে যাওয়ার জন্য এবং তারা অপ্রত্যাশিত কিছু দেখেছেন। স্পেস অবজারভেটরি ছয়টি বিশাল গ্যালাক্সি প্রকাশ করেছে যা মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং-এর ৫০ কোটি থেকে ৭০ কোটি বছরের মধ্যে বিদ্যমান ছিল। নেচার জার্নালে বুধবার প্রকাশিত একটি নতুন গবেষণা অনুসারে এ আবিষ্কারটি গ্যালাক্সির উৎস সম্পর্কে বিদ্যমান তত্ত্বগুলোকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে। পেন স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতির্পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক জোয়েল লেজা বলেছেন, ‘এ বস্তুগুলো যে কারও প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিশাল। আমরা এ সময়ে শুধুমাত্র ক্ষুদ্র, অল্পবয়সী, শিশু গ্যালাক্সিগুলো খুঁজে পাব বলে আশা করেছিলাম কিন্তু আমরা আমাদের নিজেদের মতো পরিপক্ব ছায়াপথগুলো আবিষ্কার করেছি। যা আগে মহাবিশ্বের ভোর বলে বোঝানো হয়েছিল।’

ইনফ্রারেড লাইট ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করে টেলিস্কোপ, যা মানুষের চোখে অদৃশ্য এবং প্রাচীন নক্ষত্র ও ছায়াপথ থেকে ক্ষীণ আলো শনাক্ত করতে সক্ষম। এ প্রযুক্তি ব্যবহার করে ১৩ দশমিক ৫ বিলিয়ন বছর আগের সময়ও দেখতে পারে টেলিস্কোপ। মহাবিশ্বের বয়স ১৩ দশমিক সাত বিলিয়ন বছর বলে নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা।

সর্বশেষ খবর