শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যালেসের ১০ বছরের কারাদণ্ড

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যালেসের ১০ বছরের কারাদণ্ড

বেলারুশিয়ান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবর অনুসারে, তাকে চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। কর ফাঁকির অভিযোগে ২০১১ সালে অ্যালেসকে প্রথম গ্রেফতার করা হয়। অভিযোগ তিনি অস্বীকার করেন। এ অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়। ২০১৪ সালে তিনি কারামুক্ত হন। নির্বাসিত বেলারুশিয়ান বিরোধী নেতা সভিয়াতলানা তিখানৌস্কায়া এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটা ‘ভয়াবহ’ ঘটনা।

সর্বশেষ খবর