ভারতের গোয়ায় গতকাল থেকে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এসসিও-র অন্যান্য সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওই বৈঠকে যোগ দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল জরদারি ভুট্টো। আর তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এবার হয়তো দুই দেশের মধ্যে ফের সীমান্ত পরিস্থিতি শান্ত রাখার ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পাওয়া যেতে পারে। বিলাওয়ালের এ সফর এক দশকেরও বেশি সময় পর ভারতে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর। সফরের আগে বিলাওয়াল বলেন, তিনি এসসিওভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান। টুইটারে দেওয়া এক পোস্টে বিলাওয়াল বলেন, আমি ভারত যাচ্ছি। এসসিও কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেব আমি। আমার এ ভারত সফর প্রমাণ করে যে, এসসিওর প্রতি পাকিস্তান কতটা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের যে দায়িত্ব রয়েছে তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যোগাযোগ, বাণিজ্য এবং সহযোগিতার মাধ্যমে সবার জন্য লাভজনক পদক্ষেপ চাই।
এর আগে ২০১১ সালে ভারত সফরে গিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। তিনি শান্তি আলোচনার জন্য ভারত গিয়েছিলেন। যদিও পরবর্তীতে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ তলানিতে নামতে থাকে। দীর্ঘ বিরতির পর বিলাওয়ালের এ ভারত সফরকে অনেক কারণেই ঐতিহাসিক ঘটনা বলে মনে করা হচ্ছে।