শিরোনাম
শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

ভারতে ২ হাজার রুপির নোট বাতিল

ভারতে ২ হাজার রুপির নোট বাতিল

ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে ২ হাজার রুপির নোট প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থাৎ বাতিল হয়ে যাবে ২ হাজার রুপির নোট। এই নোটগুলো বিনিময় করতে হবে। নয় তো ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যেতে পারে। ২০১৬ সালে মোদি সরকার রাতারাতি বাতিল করেছিল ১ হাজার ও ৫০০ রুপির নোট। এবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে রিজার্ভ ব্যাংক।

এক বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, অবিলম্বে ২ হাজার রুপির নোট ইস্যু করা বন্ধ করতে হবে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ১৯টি আঞ্চলিক শাখায় এ নোট জমা দিয়ে কম মূল্যমানের নোট দিয়ে সমপরিমাণ অর্থ নেওয়া যাবে। ২৩ মে এটি শুরু হবে। এটি ভারতের সর্বোচ্চ মূল্যমানের মুদ্রা।

এর আগে ২০১৬ সালের ৮ নভেম্বর দিবাগত মধ্যরাত থেকে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করা হয়। এটি ছিল আর্থিক খাতে ভারতের বর্তমান মোদি সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত। আরবিআই জানিয়েছে, ২ হাজার রুপির নোট সাধারণ লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না।

সর্বশেষ খবর