মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল পোল্যান্ড

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। লাখ লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। ১৯৮৯ সালে কমিউনিস্ট সরকারের পতনের পর এটাই বড় আন্দোলন। পোল্যান্ডের অধিকাংশ বিরোধী দল ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ল অ্যান্ড জাস্টিজ পার্টির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। ওয়ারশ মেয়রের অফিস জানিয়েছে, এই আন্দোলনে ৫ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে।

মূল্যস্ফীতি, জীবনযাপন ব্যয় বৃদ্ধি ও নারী অধিকারের মতো নানা বিষয়ে তারা এই সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। এ ছাড়া নতুন একটু আইন পোল্যান্ডের গণতন্ত্রকে হুমকিতে ফেলতে পারে বলেও শঙ্কা করছে আন্দোলনকারীরা।

সর্বশেষ খবর