শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাড়ি রপ্তানিতে শীর্ষে চীন, পিছিয়ে পড়ল জাপান

জাপানকে ছাপিয়ে গাড়ি রপ্তানিতে শীর্ষে উঠে এলো চীন। শুধু চার চাকার যাত্রীবাহী গাড়ি নয়, বাস, লরি, ট্রাক রপ্তানিতে তাদের ধারেকাছে নেই কোনো দেশ। ২০২৩ সালে চীন থেকে গাড়ি রপ্তানি আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুধবার চীনের অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স তাদের রিপোর্টে বলেছে, গত বছর ৪৯ লাখ গাড়ি রপ্তানি করেছে চীন। তবে এটা শুধুমাত্র গাড়ি সংগঠনের হিসাব। চীনের শুল্ক বিভাগ জানিয়েছে, গত বছর সব মিলিয়ে ৫২ লাখ ২০ হাজার গাড়ি বিদেশে রপ্তানি করা হয়েছে। গাড়ি রপ্তানিতে এ মুহূর্তে কার্যতই একচ্ছত্র আধিপত্য চীনের। বিশ্বের ২০০-এর বেশি দেশে গাড়ি রপ্তানি করে তারা। সাত বছরে এ প্রথম গাড়ি রপ্তানিতে শীর্ষ স্থান হারাল জাপান। চীনের এ সাফল্যের নেপথ্যে তাদের তৈরি বিদ্যুৎচালিত গাড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মত বাণিজ্য বিশেষজ্ঞদের। তবে গাড়ি রপ্তানিতে এ মুহূর্তে পৃথিবীতে চীন শীর্ষে থাকলেও, বিদেশে জাপানি সংস্থার গাড়ির বিক্রিই সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী দুই চাকার মোটরসাইকেলকে যদি বাদ দেওয়াও হয়, তাহলে ২০২২ সালে জাপান মোট ৭৮ লাখ গাড়ি উৎপাদন করে। দেশের বাইরে অন্যত্র ১৭ লাখ গাড়ি উৎপাদন করে তারা। কিন্তু বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে পিছিয়ে রয়েছে জাপান।

সর্বশেষ খবর