যুক্তরাষ্ট্রে বাজেট পাস কেন্দ্র করে ফেডারেল সরকারের শাটডাউনের কারণে স্থানীয় সময় শনিবার ১ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, দেশের ব্যস্ততম ৪০টি বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা ১০ শতাংশ কমানো হতে পারে।
শাটডাউনের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন বন্ধ থাকায় তারা অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন। ফলে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা বেড়েছে। শাটডাউনে নিউয়ার্ক, শার্লট ও শিকাগোর বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের গড়ে চার ঘণ্টার বেশি বিলম্ব ভোগ করতে হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনসগুলো শাটডাউন শেষ করার জন্য দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। ট্রাফিক কমানো ও নিরাপত্তা বজায় রাখার কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ফ্লাইটের সংখ্যা ধীরে ধীরে হ্রাস করছে। ২৭ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ডেতে জাতীয় ছুটির কারণে এ বিলম্ব ও বাতিল আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। শাটডাউনের কারণে শুধু বাণিজ্যিক বিমান নয়, ব্যক্তিগত জেটেরও চলাচলে প্রভাব পড়েছে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মীদের বেতন বন্ধ থাকায় তারা কাজ করতে বাধ্য হচ্ছেন, ফলে বিমান ভ্রমণে বড় ধরনের প্রভাব পড়েছে। ফেডারেল বাজেট নিয়ে ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটদের মধ্যকার মতানৈক্যে যুক্তরাষ্ট্রের সরকারে অচলাবস্থা অর্থাৎ শাটডাউন গত ১ অক্টোবর থেকে চলছে। আমেরিকার ইতিহাসে বাজেট ইসুতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ অচলাবস্থা। গতকাল এ অচলাবস্থা ৪০তম দিনে গড়ায়। ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা সত্ত্বেও এর সমাধানে এখনো দুটি দলের মধ্যে মতৈক্যের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উ™ভূত পরিস্থিতিতে দ্রুত অচলাবস্থার অবসান টানতে আমেরিকান এয়ারলাইন্স ওয়াশিংটনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র : বিবিসি