ভারতজুড়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)-এর ৩ সদস্য। গতকাল রাজ্যটির আহমেদাবাদ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের বিশেষ ‘সন্ত্রাস দমন শাখা’ (এটিএস)। তারা হলেন সৈয়দ আহমেদ মহিদীন, সুহেল এবং আজাদ সইফি। এটিএস সূত্রে খবর, প্রায় ১ বছর ধরে গোয়েন্দাদের নজরে ছিল ওই তিনজন। এদিন সকালে তারা যখন একটি অস্ত্রের চালান সরবরাহ করার প্রক্রিয়া চালাচ্ছিল তখনই তাদের গ্রেপ্তার করা হয়।
এক বিবৃতিতে এটিএস জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র বিনিময়ের জন্য গুজরাটে এসেছিল এবং দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা দুটি পৃথক মডিউলের সদস্য। তারা কোথায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল সেসব সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন।