পুজার সময় প্রতিমার সামনে দাঁড়িয়ে ইচ্ছেমতো পোজ দিয়ে সেলফি তুলতে দেখা যাচ্ছে অনেককেই। এতে মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। এরই জেরে এবার কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ।
ভারতীয গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, ত্রিধারা সম্মিলনীতে গণজোয়ারের ধাক্কায় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছিল। তা ঠেকাতে পুলিশ জানিয়ে দিল- নো সেলফি। ছবি তুললেই ফোন বাজেয়াপ্ত হবে।
শুধু তাই নয়, মণ্ডপের মধ্যে ভিডিও রেকর্ডিংয়েও জারি হয়েছে নিষেধাজ্ঞা। পঞ্চমীর সন্ধ্যায় ত্রিধারা সম্মিলনীতে ভিড় এমন জায়গায় পৌঁছায় যে, পুলিশকে বাধ্য হয়ে মাইক হাতে নিতে হয়।
ঘোষণা করা হয়, মণ্ডপের মধ্যে সেলফি তুলবেন না কেউ। ফোনে ভিডিও রেকর্ডিংও করা যাবে না। সেলফি এবং ছবি তোলার জন্য মণ্ডপে ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। কথা না শুনলে মোবাইল কেড়ে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব