পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মানসূচক ডি লিট (ডক্টর অফ লিটারেচর) ডিগ্রি দিতে চলেছে কলকাতা বিশ্বিবিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সেনেট-সিন্ডিকেট’এর বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিল্প-সাহিত্য-সমাজসেবায় বিশেষ অবাদনের জন্য মমতাকে এই ডি লিট দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে এবং তিনিও এই সম্মান গ্রহণে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী বছরের ১১ জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেই মমতাকে এই সম্মানে ভূষিত করা হবে।
বিভিন্ন সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়, পরিচালক সত্যজিৎ রায় ও মৃণাল সেন, পণ্ডিত রবি শঙ্কর, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ঐতিহাসিক রোমিলা থাপার, সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে ডি লিট সম্মানে সম্মানিত করেছে ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকেও ডি লিট সম্মান প্রদান করা হয়।
এর আগে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুকে ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ‘ডক্টরেট অফ ল’ ডিগ্রি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/মাহবুব