সম্প্রতি তৃণমূল ত্যাগ করেন মুকুল রায়। পরে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। এরপরেই ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন মুকুল রায়।
শনিবার বিজেপিতে তার যোগ দেওয়ার খবর নিশিত করেছেন ভারতের সংবাদমাধ্যমগুলো। মূলত তৃণমূল ত্যাগ কয়ার পরেই পরিষ্কার হয়ে যায় যে, তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন।
বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভারতের রাজধানী দিল্লির অশোক রোডে বিজেপি সদর দফতরে তাকে স্বাগত জানাবেন এখানে দীপাবলি পুনর্মিলনী অনুষ্ঠান রয়েছে বিকেলে।
সূত্রের খবর, মুকুলকে সর্বভারতীয় পদ দিতে যাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষকও করা হতে পারে। নিজ রাজ্যের সঙ্গে ওড়িশা, সিকিম ও ত্রিপুরার দায়িত্বও আসতে পারে তার কাছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর