বিরোধী দল বিএনপি নিজেদের এবং গণতন্ত্রের স্বার্থে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় হাসিম আবদুল হালিম দ্বিতীয় স্মারক বক্তৃতায় ‘বঙ্গোপসাগর অঞ্চলে (ভারত, বাংলাদেশ ও মিয়ানমার) দক্ষিণপন্থী সাম্প্রদায়িকতার উত্থান’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন বাংলাদেশি এ অধ্যাপক। সেখানেই তিনি এ মন্তব্য করেন।
মেসবাহ কামাল জানান, বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। আমরা আশা করছি, এবারে যেন অধিকতর অংশমূলক নির্বাচন পাই। কারণ গণতান্ত্রিক ধারার মধ্যে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অংশ। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বয়কট করেছে। যে কারণে তারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে বা রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় ভোটারের উপস্থিতি কম হয়েছে। যে পরিস্থিতি একেবারেই কাম্য নয়। কারণ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করা উচিত। আমি প্রত্যাশা করি বিএনপির এই নির্বাচনে অংশ নেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সিনিয়র সিপিআইএম নেতা ও কলকাতার সাবেক মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী আব্দুস সাত্তার, সিপিআইএম নেতা ডা: ফুয়াদ হালিম প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৭/ফারজানা