ফেসবুক মেসেজের বাক্সে এক তরুণীকে চূড়ান্ত অশ্লীল ছবি পাঠিয়ে 'যৌন আলোচনার' প্রস্তাব রেখেছিল এক যুবক। বিষয়টির ফেসবুকে পোস্ট করে সকলকে জানানোর কথা বলেন তরুণী। এতেই মিলে ধর্ষণের হুমকি। গোটা বাক্যালাপের 'স্ক্রিনশট' সোমবার রাতে ওই তরুণী ফেসবুকে পোস্ট করে দেন।
দেখা যায়, এক যুবক গোপনাঙ্গের ছবি পাঠিয়েছে মেসেজ বাক্সে। তারপরেই রয়েছে 'ধর্ষণ করে খালে ফেলে দেওয়ার' হুমকি। ফেসবুক প্রোফাইল বলছে, ওই যুবক কলেজে পড়ে।
মঙ্গলবার বিষয়টি কলকাতা পুলিশের ফেসবুক পেজে জানান ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাইবার ক্রাইম থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে অভিযুক্তের আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রোটোকল) দিয়ে তাকে শনাক্ত করা হবে। সেই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ওই অভিযুক্তের বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হবে, যাতে ওই প্রোফাইলটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/আরাফাত