আসামে ভারতীয় নাগরিকদের তালিকা প্রকাশ নিয়ে মন্তব্য করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। আসামে নাগরিকদের তালিকা প্রকাশকে 'বাঙালি বিতাড়নের চক্রান্ত' বলেছিলেন মমতা।
ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননা এবং গোষ্ঠীগত বিভাজন সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার মমতার বিরুদ্ধে মামলা করে আসাম পুলিশ।
শুক্রবার বিজেপি নেতা বিজন মহাজনের নেতৃত্বে কয়েকজন আইনজীবী লতাশিল থানায় মমতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অপরটি দায়ের করেন আসাম প্রদেশ তৃণমূলের সাবেক প্রধান মুখপাত্র কৈলাস শর্মা।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা