সংসারে অশান্তির জেরে শাশুড়িকে ছুরিকাঘাতে খুন করলেন পুত্রবধূ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বনগাঁর বসাকপাড়া এলাকায়। এ খুনের ঘটনায় বসাকপাড়াতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ উঠেছে যে, সোমবার বাড়িতে পারিবারিক কলহের সময় হঠাত্ করেই শাশুড়ি কল্যাণী দে কর্মকারের ওপর ঝাঁপিয়ে পড়েন পুত্রবধূ রূপা। ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করেন তিনি।
রূপাকে তার স্বামী থামাতে গেলে, তাঁকেও আঘাত করেন রূপা। তবে শাশুড়ির আঘাত গুরুতর ছিল। গলায় ছুরিকাঘাত করা হয় তাঁকে। পরে তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে ৬০ বছর বয়সী কল্যাণীদেবীকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। অভিযুক্ত রূপা কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডিপ্রতিদিন/ ০৯ জানুয়ারি,২০১৮/ ই জাহান