আট বছরের ছেলেকে বাসে করে স্কুলে পাঠাতেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের সিঁথির বাসিন্দা নৃত্যশিল্পী রুমা বসু৷ তিনি একদিন লক্ষ্য করেন, যে বাসে করে তার ছেলে এবং আরও ৩০টি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া হয় সেটি আদতে বাতিল বাস৷ এরপরই বাস মালিক অভিজিৎ সরকারকে বিষয়টি জানান তারা৷
বারবার অনুরোধে কাজ না হওয়াতে ব্যারাকপুর আরটিও এবং স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়৷ এরপরই ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে কলকাতার সিঁথির এই গৃহবধূকে৷ শ্লীলতাহানি এবং অ্যাসিড ছুঁড়ে মারার মত মারাত্মক হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন রুমা বসু৷
কলকাতার সাউথ সিঁথির বিধান পার্কের একটি আবাসনের বাসিন্দা উত্তীয় এবং রুমা বসু৷ ছেলে ঔষ্ণীক বসু লিলুয়ার একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র৷ ২০১৫ থেকে টানা দু’বছর ‘সরকার পুলকার অ্যান্ড ক্যাটেরিং সার্ভিসেসে’র অধীনস্থ একটি বাসে করে ঔষ্ণীক এবং আরও ৩০টি ছেলেমেয়ে স্কুলে যাতায়াত করত৷
ঔষ্ণীকের পরিবারের দাবি, সেই বাসটি পুরানো এবং বাতিল হয়ে যাওয়া বাস৷ যার কোনরকম রুট পারমিশন নেই৷ বিষয়টি জানতে পেরে সরকার পুলকারের মালিক অভিজিৎ সরকারকে বিষয়টি জানান এবং বাসটি পাল্টানোর কথা বলেন উত্তীয়৷ বাস মালিক প্রথমে বিষয়টি স্বীকারও করে নেয় বলে জানিয়েছেন বসু দম্পতি৷
বারবার অনুরোধ করেও কাজ না হওয়াতে তারা ছেলে ঔষ্ণীককে সেই বাসে করে স্কুলে পাঠানো বন্ধ করে দেন৷ কিন্তু আরও ৩০ টি বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে পুরো বিষয়টি জানিয়ে এবছরেরই ২৭ জুনে ব্যারাকপুর আরটিওর কাছে লিখিত অভিযোগ করেন বসু দম্পতি৷
আরটিওর পক্ষে ব্যবস্থাও নেওয়া হয় বলে রুমা বসুর দাবি৷ আরটিওর পরামর্শে চলতি বছরের জুলাই মাসে স্কুল কর্তৃপক্ষ অভিজিৎ সরকারকে বাসটি পরিবর্তন করতে বলে৷ ১৫ দিন পর নতুন বাসও দেন সরকার পুলকারের মালিক৷ কিন্তু বসু দম্পতির অভিযোগ পুরনো বাসটিকেই (ডব্লিউ বি ২৩ এ ৩৬২০) নতুন রঙ করে এবং নম্বর প্লেট বদলে আবারও ছাত্রদের স্কুলে নিয়ে যাওয়া-আসার কাজে ব্যবহার শুরু করেছে অভিযুক্ত বাস মালিক৷
ব্যারাকপুর আরটিওর পর বর্ধমান আরটিওকে লিখিত অভিযোগ করেন বসু দম্পতি৷ ছাত্রের মা রুমা বসুর অভিযোগ, এরপরই শুরু হয় রাস্তায়-ঘাটে তাকে হুমকি দেওয়া৷ রুমা বসু বলেন, ‘‘ অভিজিৎ সরকার এবং তার সহযোগী জয়রাম সেবাশ্রমের কিছু ছেলে মিলে রাস্তাঘাটে আমাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেয়৷ পাশাপাশি আমাকে ‘নাচনেওয়ালি তোকে দেখে নেব’ বলেন৷’’ প্রসঙ্গত, রুমা বসু তনুশ্রীশঙ্কর ডান্স অ্যাকাডেমির একজন শিক্ষিকা৷
বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর দিলীপ নারায়ণ বোসের দ্বারস্থ হন রুমা এবং তার স্বামী৷ রুমা দেবীর অভিযোগ কাউন্সিলরের সামনেই অভিজিৎ অ্যান্ড গ্যাং তাকে বলেন, ‘‘ শ্লীলতাহানি শুনেছিস, এবার দেখবি৷’’ নিজের ছেলে এবং আরও কয়েকটি বাচ্চার জন্য সুরক্ষিত স্কুল বাস চেয়ে কার্যত এখন ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন রুমা বসু৷ ভয় পেলেও অবশ্য এই ঘটনার শেষ দেখার কথা বলছেন রুমা৷ পুরো বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লিখিত অভিযোগ করার কথা বললেন রুমা৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর