পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মী নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে রাজ্যটির পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দলীয় কার্যালয়ে মজুদ করে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
জানা গেছে, দুপুরের দিকে ওই কার্যালয়ে একটি দলীয় বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে সকালে দলের কয়েকজন কর্মী ওই কার্যালয়ের দরজা খুলতে গিয়েই হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তৃণমূলের পার্টি অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখেই সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসসরা ২ জনকে মৃত বলে ঘোষণা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। বিস্ফোরণের ফলে ওই দলীয় কার্যালয়টির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দলীয় কার্যালয়ে বোমা মজুদ রাখার ঘটনা অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি জানান, অভিযোগ পুরোটাই মিথ্যা। দলের কার্যালয় তখন বন্ধ ছিল। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়।
বিডি প্রতিদিন/ফারজানা