চার বছরের শিশুর পেট থেকে বের হল ২০৩টি কুলের বীজ। এই ঘটনায় রীতিমতো হতবাক চিকিৎসকরা। কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার সেই শিশুটির সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করে তার পেট থেকে বের করা হয়েছে ২০৩টি কুলের বীজ সহ নাটবল্টু, কাপড়ের টুকরা ও মাটি।
জীবন রুইদাস নামে সেই শিশুটি হুগলির আরামবাগের বাসিন্দা। গত তিন-চারমাস ধরে শিশুটির পেটে ব্যাথা শুরু হয়। ঠিকমতো খেতে ও মলত্যাগ করতেও কষ্ট হত শিশুটির। এরপর শিশুটির অভিভাবক আরামবাগের এক স্থানীয় চিকিৎসককে দেখান। সেই চিকিৎসক পেটের এক্স-রে করার পরও কিছু বুঝতে না পেরে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
গত ১৪ আগস্ট বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে বুঝতে পারেন যে, তার পেটে ও খাদ্যনালীতে ভারী কিছু ঢুকে রয়েছে। এরপর ১০ জনের চিকিৎসকের দল গঠন করে শনিবার শিশুটির অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরই শিশুটির পেট থেকে ২০৩টি কুলের বীজসহ একটি নাটবল্টু বের হয়। যা দেখে তাজ্জব বনে যান চিকিৎসকরা।
শিশুটির পরিবার জানিয়েছে, কীভাবে এত কুলের বীজ ও নাটবল্টু তার পেটে গেল সত্যিই তারা বুঝতে পারছেন না। তবে মনে করা হচ্ছে তাদের বাড়ির পাশেই একটি কুলগাছ রয়েছে, সেই গাছের নীচে পড়ে থাকা কুল বীজসহ শিশুটি খেয়ে নিত। যদিও নাটবল্টু কী করে পেটে গেল সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি শিশুটির পরিবার। অস্ত্রোপচারের পর শিশুটি এখন সুস্থ আছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর