আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী এবং দৃক ও পাঠশালার প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানালেন নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
শনিবার কলকাতায় তিনি বলেন, হেনস্থার চেয়ে তার (আলম) কাজের জন্য প্রশংসা এবং কদর পাওয়া উচিত ছিল।
অমর্ত্য সেন আরও জানান, ফটো সাংবাদিকতার মধ্য দিয়ে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। শহিদুল আলম গত কয়েকবছর ধরে যে দক্ষতা ও সাহস দেখিয়েছেন-তার সেই সব কাজের প্রশংসা করার যথেষ্ট কারণ আমাদের আছে।
এর আগে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আলোকচিত্রী শহিদুল আলমের দ্রুত মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন ভারতের বিশিষ্ট ফটো সাংবাদিক রঘু রাই। তার মুক্তির দাবিতে কলকাতায় ও মুম্বাইয়ে মানববন্ধনে সামিল হয়েছিল ফটো সাংবাদিকরা।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ৫ আগস্ট শহিদুল আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিডি প্রতিদিন/ফারজানা