আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী এবং দৃক ও পাঠশালার প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমকে গ্রেফতারের ফলে বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সে দেশের পরিবেশ নষ্ট হতে পারে বলে আশঙ্কা করেছেন পশ্চিমবঙ্গর খাদ্য সুরক্ষা ও উপভোক্তা মন্ত্রী সাধন পান্ডে।
রবিবার কলকাতার আসিসিআর-র আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতায় আমি বিশ্বাস করি। সাংবাদিকদের বাধা দেওয়া উচিত নয়, তাহলে গণতন্ত্র থাকে না। সাংবাদিকরা তাদের মতামত দিতে পারে। কিন্তু সে জন্য কাউকে গ্রেফতার করা উচিত নয়। এটা গণতন্ত্রের বিপরীত।
এসময় তিনি বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু সরকার। তাদের উচিত সাংবাদিককে ছেড়ে দেওয়া। সেদেশে নির্বাচনের আগে এখনও পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, শহিদুল আলমকে গ্রেফতারে সেই পরিবশ নষ্ট হতে পারে।
এর আগে আলমের গ্রেফতারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ভারতের বিশিষ্ট ফটো সাংবাদিক রঘু রাই প্রমুখ। শহিদুল আলমের মুক্তির দাবিতে কলকাতায়ও মানববন্ধনে সামিল হয়েছিল ফটো সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/ফারজানা