আগামী লোকসভা নির্বাচনে অ-বিজেপি এবং অসাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসুক বলে একদিন আগেই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ওই মন্তব্যের পর রবিবার তাঁকে তীব্র আক্রমণ কররে বিজেপি।
দলের একটি অনুষ্ঠানের মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অমর্ত্য সেনের মতো বুদ্ধিজীবীরা বাস্তবের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। তিনি চিরকালই বামপন্থী মতাদর্শে বিশ্বাস করে এসেছেন। অমর্ত্য সেন বলেছেন, সিপিএম ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। এর থেকে বড় সত্যিও আর কিছু হতে পারে না যে, অমর্ত্য সেনের মতো মানুষদের প্রাসঙ্গিকতা ক্রমশ বর্তমান বাংলায় কমে যাচ্ছে।”
আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ব্যাপারে যে আহ্বান জানিয়েছেন অমর্ত্য সেন, সেই ব্যাপারে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, অমর্ত্য সেনের মতো মানুষরা সবসময়েই সমাজকে ভুলপথে চালিত করেন। “তিনি সবসময়েই সমাজকে ভুল দিকে চালিত করেছেন। ভেবে অবাক লাগছে, তিনি এখনও এই কাজই করে যাচ্ছেন”, বলেন তিনি।
এদিকে, এই বিতর্কে যোগ দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। অমর্ত্য সেনের উদ্দেশে দিলীপ ঘোষের করা আক্রমণ নিয়ে জবাব দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অমর্ত্য সেনকে নিয়ে একটি কথা বলতে গেলেও তাঁর বইগুলো প্রথমে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে হয়”। পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “যাঁরা লাঠি হাতে নিয়ে মিছিল করেন, অমর্ত্য সেনের মতো প্রাজ্ঞ মানুষের সম্বন্ধে তাঁদের কোনও কথা না বলাই ভালো”।
এর আগে, বিজেপি সরকারের অনেক সমালোচনা করে অমর্ত্য সেন বলেছিলেন, মোট ৩১ শতাংশ ভোট ও অসৎ উদ্দেশ্য- এই দুই নিয়েই ২০১০৪ সালে এই দেশের ক্ষমতায় এসেছিল বিজেপি।
প্রসঙ্গত, নোবেলজয়ী অধ্যাপক চিরকালই সরব হয়েছেন সাম্প্রদায়িক শক্তি ও চরমপন্থার বিরুদ্ধে। বহুবার এই কারণে রাজনৈতিক দলগুলির রোষের মুখেও পড়তে হলেও নিজের অবস্থান থেকে কখনও পিছু হটেননি তিনি।
সূত্র: এনডিটিভি
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৮/মাহবুব